History

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনা

প্রতিষ্ঠকাল : ১৯৬৪খ্রি. সনে (১ম- ৬ষ্ঠ)শ্রেণি চালু করা হয় । পরবর্তীতে ১০ম শ্রেণি পর্যন্ত চালু করা হয় ও (৬স্ঠ- ১০ম শ্রেণি পর্যন্ত জাতীয় করণ হয় এবং সর্বমোট শাখা ছিল ১২টি । পরে ২০১০ খ্রি. বর্তমান সরকার বিদ্যালয়টিতে ডাবল শিফট চালু করে। বর্তমানে দিবা ১২টি শাখা ও প্রভাতি শিফটে ১০টি শাখা চালু আছে সহকারি শিক্ষকের পদসংখ্যা ৪৯টি, সহকারী প্রধান শিক্ষকের পদসংখ্যা ০২ টি ও প্রধান শিক্ষক পদসংখ্যা ০১টি । বিদ্যালয়টি ইউ আকারে ত্রিতল ভবন বিশিষ্ট । বিদ্যালয়ে অভ্যন্তরে একটি খেলার মাঠ রয়েছে ।মাঠের উত্তর পূর্ব কোণে বাগানের পাশে একটি শহীদমিনার রয়েছে ।বিদ্যালয়টি শহরের কেন্দ্র স্হলে মনোরম পরিবেশে অবস্হিত এবং সারা দেশের সাথে সড়ক ও রেলযোগাযোগের সুব্যবস্হা রয়েছে ।
ইতিহাস : ১৯৬৪ খ্রি. তৎকালিন মহকুমা প্রশাসক জনাব আব্দুস সোবহান মহোদয়ের সার্বিক সহযোগিতায় ও তৎকালিন পৌরসভা চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মোল্লা,মুন্সি আবদূলকাদির সহ শহরের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের একান্ত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়াস্হ কান্দিপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে বিদ্যালয়টি সর্বপ্রথম প্রাতিস্ঠানিক রুপ নেয় এবং তখনকার গভর্ণিঙ বডির চেয়ারম্যান ছিলেন জনাব আজিজুর রহমান মোল্লা। বিদ্যালয়টির নাম মহকুমা প্রশাসক মহোদয়ের সহধর্মিনীর নামে সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয় ।তখন প্রাক্তন জমিদার চন্নু মিয়া সাহেবের ছেলে (কাজীপাড়া) জনাব এনায়েত উল্লাহ সাহেব প্রথম প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে জনাব আজিজুর রহমান মোল্লা ওবাবু উমেষ বণিকএর প্রচেস্টায় বর্তমান স্হানে ( উত্তর মৌড়াইল) বিদ্যালয়টিকে স্হানান্তর করা হয় এবং দশম শ্রেণি পর্যন্ত চালু করা হয় ।

 • অর্জন:

   বিদ্যালয়টি জাতীয় পর্যায়েবিভিন্ন সাংসকৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে
  অংশগ্রহণ করে সুনামের সাথে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক অর্জন করে আসছে ।
   মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় বিভিন্ন স্হান দখল করে আসছে
   ২০১০,২০১১ও ২০১২ সালের জেএসসি পরীক্ষায় বিদ্যালয়টি কুমিল্লা শিক্ষা বোর্ডে যথাক্রমে ১৮তম,১৯তম ও ২০তম স্হান দখল করেছে ।
   ২০১০সনের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় বিজ্ঞান বিভাগ হতে একজন শিক্ষার্থী ১ম স্হান অধিকার করেছে ।
  ২০১১ সালেরএসএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ১ম স্হান করেছে অধিকার করেছে ।
   ২০১২ সনেরএসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় বিজ্ঞান বিভাগ হতে একজন শিক্ষার্থী ১ম স্হান অধিকার করেছে
   ২০১২ সালের ৮ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় ৩৮ জন বৃত্তি পেয়েছে     ভবিষ্যত  পরিকল্পনা
  আনুষ্ঠানিক ও বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে কুমিল্লা শিক্ষা বোর্ডে সম্মান জনক স্হানে অবস্হান ধরে রাখা এবং উত্তরোত্তর সাফল্য বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা মাফিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা ।
  যোগাযোগ (ই-মেইল এড্রেসসহ) : সাবেরা সোবহান সরকারিবালিকা উচ্চ বিদ্যালয়
  উত্তর মৌড়াইল, বণিকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া
  E-mail: saberasgovtghs@ yahoo.com

Print Friendly, PDF & Email
Welcome to The Official Website of Sabera Sobhan Govt.Girls' High School © 2016 Alpha Web Solution
Web Design MymensinghPremium WordPress ThemesWeb Development

ভর্তির তারিখ০৩/০১/২০১৮ ও০৭/০১/২০১৮